ডোনাল্ড ট্রাম্পের 'ট্রাম্প টাওয়ার'-এ আগুন

ডোনাল্ড ট্রাম্পের 'ট্রাম্প টাওয়ার'-এ আগুন

ব্রিটিশ সংবাদমাধ্যম- দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, সোমবার সকালের দিকে এই আগুন লাগে।তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ভবনের একটি ফ্লোরে ট্রাম্পের বাসভবন রয়েছে।

আগুনের সূত্রপাত হওয়ার দেড় ঘণ্টা পরও ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট এবং অগ্নি নির্বাপক বাহিনীর ৮৪ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। 

এ ঘটনায় ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প এক টুইটে বলেছেন, ভবনের ছাদে কুলিং টাওয়ারে বৈদ্যুতিক গোলযোগ থেকে ‘ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা’ এটা। টুইটে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের প্রশংসা করেন ট্রাম্পের ছেলে।     

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে হোয়াইট হাউজে ওঠার আগে পরিবার নিয়ে এই ভবনেই থাকতেন নিউ ইয়র্কের ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সদর দফতর এই ট্রাম্প টাওয়ারেই। আর ৬৬ তলায় ট্রাম্পের বিখ্যাত পেন্টহাউজ।