পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় আবদুল্লাহ আল শাওন নামের এক ব্যক্তিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামি আব্দুল্লাহ আল শাওনকে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান।
গতকাল মঙ্গলবার আব্দুল্লাহ আল শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর রাজধানীর শেরেবাংলা নগর থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলাটি দায়ের করা হয়।
 
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					