তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
দক্ষিণ তাইওয়ানে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১২টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টি হল থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির ফলে ২৭ জন সামান্য আহত হয়েছেন এবং কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তাইওয়ানের দমকল বিভাগ জানায়, আহতদের মধ্যে এক মাস বয়সী একটি শিশুসহ ছয়জনকে ধসে পড়া একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, চিয়াই এবং তাইনান শহরজুড়ে ছোট থেকে মাঝারি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া, ভূমিকম্পের ফলে চিয়াইয়ের একটি মুদ্রণ কারখানায় আগুন লেগেছিল, তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাদেশিক মহাসড়কের ঝুওয়েই সেতু ক্ষতিগ্রস্ত হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উদ্ধারকারীরা এখনও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছেন। তবে, এই ভূমিকম্পটি গত এপ্রিলে তাইওয়ানের পূর্বাঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পরবর্তী বড় ভূমিকম্প, যেখানে ১৩ জনের মৃত্যু হয়েছিল এবং ১,০০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিল। তাইওয়ান প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার' বরাবর অবস্থিত, যা ভূমিকম্পের জন্য প্রভাবশালী এলাকা।