জল পিপাসা মিটাতে ছাত্রদের অ্যালকোহল দিলেন সরকারি স্কুলের শিক্ষকরা

জল পিপাসা মিটাতে ছাত্রদের অ্যালকোহল দিলেন সরকারি স্কুলের শিক্ষকরা

জল পিপাসা মিটাতে ছাত্রদের অ্যালকোহল দিলেন সরকারি স্কুলের শিক্ষকরা। এই অভিযোগে সাসপেন্ড করা হয় সরকারি স্কুলের প্রধান শিক্ষক ও দুই শিক্ষককে। ঘটনাটি কর্নাটকের টুমকুর জেলার।

জানা গেছে, 10 ডিসেম্বর স্কুলের পড়ুয়াদের কয়েকটি ট্যুরিস্ট স্পটে নিয়ে গিয়েছিলেন শিক্ষকরা। ফেরার সময় ক্লান্ত বোধ করে জল খেতে চায় কয়েকজন ছাত্র। কিন্তু প্রধান শিক্ষক ও অন্যরা নিজেরাই মদের নেশায় চুর হয়ে থাকায় ছাত্রদের জলের বদলে অ্যালকোহলের বোতল দেন। বুঝতে না পেরে অ্যালকোহলই খায় ছাত্ররা। ফলে কয়েকজন ছাত্র অস্বস্তি বোধ করে, বমিও করে ফেলে।

ঘটনার কথা জেনে স্কুল পরিচালন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান পড়ুয়াদের অভিভাবকরা। সূত্রের খবর, ডেপুটি ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন বোম্মালা দেবী পুরার ওই স্কুল পরিদর্শন ও তদন্ত করেন। তারপরই ওই শিক্ষকদের সাসপেন্ড করা হয়।