দীর্ঘ চুলে গিনেস বুকে নাম লেখালেন কেশবতী তরুণী

দীর্ঘ চুলে গিনেস বুকে নাম লেখালেন কেশবতী তরুণী

সেলুনে এক খারাপ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে চুলের বেণী কাটা বন্ধ করেছিলেন ১৭ বছর বয়সী ভারতীয় তরুণী নীলাংশী পেটাল। গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারীর খেতাব ধরে রেখেছেন তিনি

রূপকথার রাপুঞ্জেল যেন নেমে এসেছে ভারতের গুজরাট রাজ্যে। রাজ্যের মোদাসা শহরে নিলানশি প্যাটেল নামের ১৯ বছর বয়সী এক নারীর চুল ফুটের বেশি লম্বা। বাহারি চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি।

নিলানশি এই প্রথম রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন এমনটা নয়, এর আগে ২০১৭ সালের ২১ নভেম্বরও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন তিনি। তখন তাঁর চুল ছিল .৫৯ ফুট।গত শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছে, ৬ ফুট ২.৮ ইঞ্চি চুলের জন্য সম্প্রতি আবার রেকর্ড ফিরে পেয়েছেন নিলানশি।

চুল যাতে মাটিতে ছুঁয়ে না যায়, জন্য তাকে উঁচু হিলের জুতা পরতে হচ্ছে। তিনি বলেন, চুল বড় রাখতে আমার ইচ্ছার প্রতি বাবা-মায়েরও সায় রয়েছে। এতে আমার চুল নতুন করে মুগ্ধতা পেয়েছে।