ক্লুজনার সন্তুষ্ট মিরাজ-সৌম্যদের নিয়ে

ক্লুজনার সন্তুষ্ট মিরাজ-সৌম্যদের নিয়ে

রাজশাহী কিংস বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই এবার হোঁচট খেয়েছে । সাকিব-নারাইনদের ঢাকা ডায়নামাইটসের কাছে ৮৩ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছেন মিরাজ-সৌম্যরা। প্রথম ম্যাচে হারলেও নিজের দল নিয়ে বেশ আশাবাদী কোচ ল্যান্স ক্লুজনার। নিজেদের সর্বোচ্চটা দিলে টুর্নামেন্টে বেশ ভালোই করতে পারবে তার দল, এমনটাই আশা তার।

নিজে ছিলেন নব্বইয়ের দশকের বিধ্বংসী অলরাউন্ডার। সে যুগে ফ্র্যাঞ্চাইজি লিগের চল থাকলে ক্লুজনারকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত, এটা নিশ্চিত। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে কীভাবে ভালো করতে হয়, সেটি খুব ভালো করেই জানেন এই প্রোটিয়া। আগে জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও, শীর্ষস্থানীয় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এই প্রথম কোনো দলের কোচের দায়িত্ব পালন করছেন। দেশি খেলোয়াড়রাই ক্লুজনারের মূল শক্তি—মেহেদী মিরাজ, সৌম্য সরকারদের পাশাপাশি রাজশাহীতে আছেন মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, শাহরিয়ার নাফীস, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বির মতো খেলোয়াড়েরা। বিদেশিদের মধ্যে আছেন ক্লুজনারের স্বদেশি ক্রিস্টিয়ান জঙ্কার, ডাচ তারকা রায়ান টেন ডেসকাট, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, শ্রীলঙ্কার ইসুরু উদানা, সেকুগে প্রসন্ন প্রমুখ।

তবে যারাই থাকুন না কেন, এবারের বিপিএলের সবচেয়ে দুর্বল দলই বলা হচ্ছে রাজশাহীকে। কিন্তু এই দল নিয়েই স্বপ্ন দেখছেন ক্লুজনার, ‘আমার দলে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা নিয়মিত খেলার মধ্যেই আছে। ইংল্যান্ডের দুজন আছে যারা বেশি ম্যাচ খেলেনি, কিন্তু সেটাও সমস্যা নয় কেননা তাদের বদলি হিসেবে আমার দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমাদের বোলিং আক্রমণও বেশ ভালো। দলে বৈচিত্র্যও রয়েছে বেশ। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আমরা যদি কোনোভাবে নিজেদের সঠিক রসায়নটা খুঁজে পেতে পারি, একটা সফল আসর কাটাতে পারব।’ নিজেদের খেলাটা ঠিকঠাকমতো খেলতে পারার দিকেই নজর তাঁর, ‘প্রতিপক্ষের দিকে পুরো মনোযোগ দেওয়ার ব্যাপারে বিশ্বাসী নই আমি। আমরা কি করতে পারি, আমরা আমাদের কাজটা ঠিকভাবে করতে পারছি কি না, নিজেদের শক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারি কি না, সে দিকেই আমার নজর। অবশ্যই, লিগে বেশ কিছু ভালো দল রয়েছে যাদের হারাতে পারলেই আমরা এই বিপিএলে ভালো করতে পারব, কিন্তু দিন শেষে আমাদের কাজটা আমাদেরই করতে হবে।’