শঙ্কা কাটলো মুস্তাফিজকে ঘিরে

শঙ্কা কাটলো মুস্তাফিজকে ঘিরে

বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দারুণ একটি সুখবর পেল   মুস্তাফিজুর রহমানের কনুইয়ের ইনজুরি মারাত্মক কিছু নয়  আসছে নভেম্বর, শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলতে কোনো বাধা নেই বাঁ-হাতি এই পেসারের

 জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালেই কনুইয়ে চোট পান মুস্তাফিজ  এরপর এই ব্যথার কারণেই তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাকে একাদশের বাইরে রাখা হয়মুস্তাফিজ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন  স্ক্যান রিপোর্ট থেকে বড় কোনো সমস্যার দেখা মেলেনি  তাই আজই তিনি সিলেটে টেস্ট দলের সাথে যোগ দেবেন

 সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন মুস্তাফিজ ফেব্রুয়ারিতে   এরপর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে তাকে রাখা হয়নি  ২০১৫ সালের জুলাইয়ে অভিষিক্ত মুস্তাফিজ এখন অবধি খেলতে পেরেছেন মাত্র ১০টি টেস্ট  বলা যায়, সিলেটে ইনজুরি মুক্ত মুস্তাফিজের প্রত্যাবর্তন ঘটতে চলেছেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিত্সক ডাক্তার দেবাশীষ চৌধুরী ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজকে মুস্তাফিজের ব্যাপারে আশ্বস্ত করে বলেন, ‘আমরা মুস্তাফিজের স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছি  এখানে আমরা বড় কোনো সমস্যা দেখছি না  প্রথম টেস্ট থেকেই খেলার জন্য ফিট ওকে আমরা কিছুদিনের বিশ্রাম দিয়েছিলাম