ইসরাইলী সেনাকে চড়, ফিলিস্তিনী তরুণীর ৮ মাসের কারাদণ্ড

ইসরাইলী সেনাকে চড়, ফিলিস্তিনী তরুণীর ৮ মাসের কারাদণ্ড

সরাইলী আগ্রাসনের প্রতিবাদে এক সেনাকে চড় দেয়ার মামলায় ফিলিস্তিনী তরুণী আহেদ তামিমিকে আট মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গত বছরের ১৫ ডিসেম্বরে বহুল আলোচিত ওই ঘটনায় আটক তামিমি ১২টি অভিযোগের মধ্যে চারটি স্বীকার করে নেয়ায় এই রায় দেয় ইসরাইলের সামরিক আদালত। সেইসাথে, এক হাজার চারশ’ চল্লিশ মার্কিন ডলার জরিমানা করা হয়।

আনাদায়ে আরো আটমাস কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। তামিমির আইনজীবী জানান, ন্যায়বিচার হবে না বুঝতে পেরে এই কৌশল নেয়া হয়েছে। ইসরাইলের দখলে থাকা ফিলিস্তিনের পশ্চিম তীরের এই ঘটনাটি তামিমির মা ভিডিও করে ফেসবুকে পোস্ট দিলে তা ভাইরাল হয়ে যায়। তামিমির অভিযোগ, ইসরাইলী সেনারা চাচাতো এক ভাইয়ের মাথায় গুলি করায় এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।