নেপালে বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত

নেপালে বাকি তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত

নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত যে তিন বাংলাদেশির মরদেহ কাঠমান্ডুতে ছিল, তাদের পরিচয় শনাক্ত করা গেছে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস এই তথ্য নিশ্চিত করেন। নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান, নজরুল ইসলাম ও পিয়াস রয়ের মরদেহ শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, এখন মরদেহ নেপাল থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধা নেই। ইউএস বাংলা লাশগুলো দেশে নেওয়ার বিষয়ে কাজ করছে।

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট চার ক্রুসহ ৭১ আরোহী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৪৯ জন নিহত হন। যার মধ্যে ২৬ জন বাংলাদেশি রয়েছেন। 

এদিকে, নিহত ২৩ জনের লাশ গত সোমবার (১৯ মার্চ) দেশে আনা হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।