১১ জন নিহত সিরিয়ায় বোমা বিস্ফোরণে

১১ জন নিহত সিরিয়ায় বোমা বিস্ফোরণে

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আফরিন শহরের একটি ভবনে বোমা বিস্ফোরণে চার সেনা সদস্যসহ এগারো জন নিহত হয়েছে। আজ সোমবার সংবাদ সংস্থা রয়টার্সের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। 

রয়টার্স জানিয়েছে, গতরাতে আফরিন শহরের একটি চারতলা ভবনে এ বোমা বিস্ফোরণ হয়। এতে চার সেনা সদস্য ও সাত বেসামরিক নাগরিক নিহত হয়।    

এদিকে, তুরস্কের সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান সেনা সদস্যরা আফরিনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে এক বিকৃতিতে এতথ্য জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে নিজ দেশের পতাকাও উড়িয়েছে তুরস্ক। 

চলতি বছরের জানুয়ারিতে কুর্দি বিদ্রোহীদের দমনে আফরিনে সেনা অভিযান চালায় তুরস্ক। এসময় তাদের গোলার আঘাতে ২৭০ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে, নিয়ন্ত্রণ নেওয়ার পর রোববার সিরিয়ার পূর্ব ঘৌতা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।