বীরেন্দ্র শেওয়াগ বেছে নিলেন ভারতের এক নাম্বার অধিনায়ককে

বীরেন্দ্র শেওয়াগ বেছে নিলেন ভারতের এক নাম্বার অধিনায়ককে

নিজের সময়ে তর্কাতীতভাবে অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত বীরেন্দ্র সেহবাগ, ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তার তার অধিনায়কত্বের স্টাইলকে অনেকটাই উঁচুতে পরিমাপ করলেন। এছাড়াও প্রাক্তন ভারতীয় ওপেনার বিরাট কোহলিকে বিবেচনা করেছেন এখনও পর্যন্ত অন্যতম সেরা ভারতীয় অধিনায়ক হিসেবে। ভারতীয় দল ইতিমধ্যেই প্রোটিয়াএর বিরুদ্ধে ছয় ম্যাচের একদিনের সিরিজ জিতে গিয়েছে। এবং এই সিরিজে ভারত বেশ ব্যতিক্রমী ধারারও ক্রিকেট খেলেছে। কোহলি ভারতকে ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই এখনও পর্যন্ত সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এবং এই সফরেও তার ব্যতিক্রম হয় নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি একমাত্র ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিও করেছেন। যদিও ভারত এই টেস্ট সিরিজ হেরে যায় ২-১ ফলাফলে এবং এখনও পর্যন্ত ওয়ানডে সিরিজেও কোহলি দুটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। যদিও এই সমস্ত কৃতিত্ব সত্ত্বেও সেহবাগ প্রাক্তন ভারতীয় অধিনায়কদের সঙ্গে তার তুলনা করতে অস্বীকার করেছেন। এই প্রাক্তণ ভারতীয় ব্যাটসম্যান মনে করেন কোহলিকে এখনও অনেকটা পথ হাঁটতে হবে। কোহলি ভারতের হয়ে একজন দুরন্ত রান স্কোরার ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেই, আরও বিশেষ করে প্রাক্তণ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত থেকে অধিনায়কত্বের ব্যাটনটা নেওয়ার পর থেকেই যা বেশি করে চোখে পড়ছে।  তিনি তার স্ট্যান্ডার্ডকে দিনকে দিন নতুন উচ্চতায় নিয়ে চলেছেন। মাত্র ২০৭টি ওয়ান ডে তে ৩৪ টি সেঞ্চুরি করা সত্যি এক অসাধারণ ব্যাপার। 

 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সেহবাগ কোহলিকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর আপগ্রেডেড ভার্সন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “ কোহলির অ্যাগ্রেসনের একমাত্র তুলনা হয় গাঙ্গুলীর সঙ্গে। বাস্তবে তিনি সৌরভ গাঙ্গুলীর একজন আপগ্রেডেড ভার্সন। গাঙ্গুলীর অধিনায়কত্বে আমরা দেখেছি বিদেশের মাটিতে কিছু অসাধারণ জয়, এবং সেটাই বিরাটের জামানায় একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সিরিজ জয়ের টার্মে কোহলি এক নম্বর অধিনায়ক। যদি আমরা তার অধিনায়কত্বে অতীতের ৮টি সিরিজের বিশ্লেষন করি, তাহলে দেখা যাবে এযাবৎ আমাদের দেখা অন্যতম সেরা অধিনায়ক তিনি। এটা বলেও, আমি বিশ্বাস করি যে আমাদের অতীতের সেরা অধিনায়কদের সঙ্গে ওর তুলনা করা উচিৎ নয়। অধিনায়ক হিসেবে ওর আরও সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন অতীতের অধিনায়কদের কাছাকাছি পৌঁছতে”। তিনি আরও বলেন যে অধিনায়কত্বের বাড়তি দায়িত্বই বিরাটকে তার খেলাকে অন্য মাত্রায় তুলে নিয়ে যেতে সাহায্য করেছে। এ ব্যাপারে তিনি বলেন, “ অধিনায়কত্বের সঙ্গে ও বাড়তি আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পেরেছে। অন্যদের তুলনায় ও অনেকটাই ম্যাচিওর এবং ওর ব্যক্তিগত খেলাকে ও অন্য মাত্রায় নিয়ে গেছে। ও অধিনায়কত্বের চাপ আলাদা করে নেয় না। সত্যি বলতে কি ওই এই দায়িত্বের সঙ্গে সঙ্গেই ওর নিজের খেলারও উন্নতি করেছে। ও দলে ফিটনেসের প্রথার আমদানি করেছে”।