কাবুলে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত ১৫৮

কাবুলে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, আহত ১৫৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনাকীর্ন এলাকায় বিস্ফোরক বোঝাই একটি অ্যাম্বুলেন্সে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫৮ জন। খবর বিবিসির।

গতকাল শনিবার স্থানীয় সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আফগান সরকার আজ রোববার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছে।

পাকিস্তানের কট্টরপন্থি ইসলামি গ্রুপ তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। হামলাকারীদের সহযোগিতার অভিযোগে পাকিস্তান সরকারকে দায়ী করছে আফগানিস্তান।

গত কয়েক মাসের মধ্যে দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এ নিয়ে চলতি সপ্তাহে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে কাবুলে হোটেলে হামলার ঘটনায় ২২ জন প্রাণ হারান। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এ ধরণের হামলা বেড়ে যাওয়ায় দেশটিতে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

গত ২৪ জানুয়ারি আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেনের দপ্তরে সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ২ নিহত ও ১৪ জন আহত হয়।

উল্লেখ, গতকাল শনিবার আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি অ্যাম্বুলেন্সটি নিয়ে জমুরিয়েত হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পুলিশের একটি তল্লাশিচৌকি পার হওয়ার পর দ্বিতীয় চৌকিতে গাড়িটিকে আটকানো হয়। অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানোর চেষ্টা করা হলে আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান। হতাহতদের বেশির ভাগই সাধারণ নাগরিক।