চাকরি boss এর শালার জন্য আগে থেকেই fix করা আছে। তবুও ইন্টারভিউ হচ্ছিল। হচ্ছিল দেখানোর জন্যই … ?
কিন্তু সেই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিল, যার কোনো জবাব দেওয়া সম্ভব নয। একের পর এক প্রার্থী ঢুকছিল, আর বের হচ্ছিল .!
তারপর বলটুর পালা এল …. !!
Interviewer (Boss): — “আপনি নদীর মধ্যে একটি নৌকার উপর আছেন, এবং আপনার সঙ্গে মাত্র দুটো সিগারেট ছাড়া আর কিছুই নেই !!!
..তাহলে আপনি কিভাবে at least একটি সিগারেট জ্বালাবেন … ??
বলটু সিরিয়াসলি একটু চিন্তা করে বলল…….
“Sir, এর তিন চারটে সমাধান আছে …… !!”
? Interviewer (Boss) একটু আশ্চর্য হলেন। যে প্রশ্নের কোনো উত্তর হয় না, সেখানে এ তিন চারটে সমাধানের কথা বলছে……
“আচ্ছা ঠিক আছে, বলো… !!”
….প্রথম অনন্য উত্তর ☺
বলটু: একটি সিগারেট জলে ফেলে দিন, তারপর নৌকা Lighter (হাল্কা) হয়ে যাবে এবং সেই “lighter” দিয়ে আপনি সিগারেট জ্বালাতে পারেন …!
…
? boss shocked …….? ?
…
? বলটুর দ্বিতীয় বিপজ্জনক উত্তর: —
“একটা সিগারেট, Sir, উপরে ছুঁড়ে দিন এবং নিচে নেমে এলে ক্যাচ করে নিন।
“Catches win the matches”
তারপর সেই ‘ম্যাচিস’ (matches) দিয়ে সিগারেট জ্বালিয়ে নিন….. !!”
…
?interviewer speechless ….. ??
…
? বলটু :- “Sir, তৃতীয় সমাধান ……
নদী থেকে এক আঁজলা জল নিয়ে ড্রপ বাই ড্রপ ফেলতে থাকুন…..শব্দ আসবে…টিপ, টিপ, টিপ…!!”
.
?Interviewer: — ” তাতে কি হবে….. ???”
..
? বলটু :–“Sir, আপনি ওই গানটা শোনেন নি …
‘টিপ-টিপ বরষে পানি, পানি নে আগ লাগায়ি…..’ !!!
সেই আগ (আগুন) দিয়ে আপনি আপনার সিগারেট জ্বালিয়ে নিন …! ?
? “Sir, এতেও যদি না হয় তাহলে চতুর্থ সমাধানটা শুনুন —
?আপনি একটা সিগারেটকে জড়িয়ে ধরে আদর করুন, অন্য সিগারেট আপনে আপ জ্বলে যাবে ….. !!
হতচকিত boss খুশিতে চিৎকার করে উঠলেন —
“‘শালা’কো মারো গুলি। এ চাকরি তোমার ।…..