এককালে তোর লাইজ্ঞা স্কুল পলাইতাম
তোর লাইজ্ঞা গঞ্জ থাইক্কা চুড়ি আনিতাম
এককালে তোর লাইজ্ঞা স্কুল পলাইতাম
তোর লাইজ্ঞা গঞ্জ থাইক্কা চুড়ি আনিতাম
তোর কথা মনে হলে গান ধরিতাম আমি
তোর কথা মনে হলে গান ধরিতাম
ও ছেরি ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালোবাসিতাম
ও ছেরি ও ছেরি ও ছেরি তোরে
এককালে ভালোবাসিতাম
এককালে তোর মায়ের বকা খাইতাম
এককালে তোর বাপের দৌড়ানি খাইতাম
এককালে তোর পিছু পিছু যাইতাম
গাছের আড়াল থাইক্কা তোরে দেখতাম
এককালে তোর মায়ের বকা খাইতাম
এককালে তোর বাপের দৌড়ানি খাইতাম
এককালে তোর পিছু পিছু যাইতাম
গাছের আড়াল থাইক্কা তোরে দেখতাম
তোর কথা মনে হলে উদাস হইতাম আমি
তোর কথা মনে হলে উদাস হইতাম
ও ছেরি ও ছেরি ও ছেরিতোরে
এককালে ভালোবাসিতাম
ও ছেরি ও ছেরি ও ছেরি তোরে
এককালে ভালোবাসিতাম
এককালে তোর লাইজ্ঞা কবিতা লেখতাম
সেই কবিতা দিয়া গান বানাইতাম
এককালে তোর লাইজ্ঞা রাইত জাগিতাম
তোর ছবি বুকে লইয়া ঘুমাইয়া যাইতাম
এককালে তোর লাইজ্ঞা কবিতা লেখতাম
সেই কবিতা দিয়া গান বানাইতাম
এককালে তোর লাইজ্ঞা রাইত জাগিতাম
তোর ছবি বুকে লইয়া ঘুমাইয়া যাইতাম
তোর কথা মনে হলে তারা গুনিতাম আমি
তোর কথা মনে হলে তারা গুনিতাম
ও ছেরি ও ছেরি ও ছেরি তোরে
এককালে ভালোবাসিতাম
ও ছেরি ও ছেরি ও ছেরি তোরে
এককালে ভালোবাসিতাম
ও ছেরি ও ছেরি ও ছেরি তোরে
এককালে ভালোবাসিতাম
ও ছেরি ও ছেরি ও ছেরি তোরে
এককালে ভালোবাসিতাম
ভোকাল: ইমারন হোসেন ইমু
ব্যান্ড: ছারপোকা