আর মাত্র ন’বছর পর মঙ্গল গ্রহে দেখা যাবে মানুষ। ইতিমধ্যে লাল গ্রহটিতে রোবট পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। রোবটটি অনেক স্পষ্ট এবং বিস্তারিত কিছু ছবিও পাঠিয়েছে। গ্রহটিতে প্রাণ থাকার অনেক সম্ভাবনার কথাও বলছেন বিজ্ঞানীরা।
বেসরকারি রকেট কোম্পানি ‘SpaceX’ এর প্রধান এলন মাস্ক বললেন আজ থেকে আর ন’বছর পর মঙ্গলগ্রহে যাবে মানুষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোড কনফারেন্সের এক সাক্ষাৎকারে তিনি এমনটাই দাবি করেন। তিনি বলেন, আমরা ২০২৪ সালে মঙ্গলে মানুষ পাঠানোর মতো সক্ষমতা অর্জন করবো। আর লাল গ্রহটিতে মনুষ্যবাহী মহাকাশযান গিয়ে পৌঁছাবে ২০২৫ সালে।
মাস্ক আরো বলেন, তারও মহাকাশে যাওয়ার শখ। চার থেকে পাঁচ বছরের মধ্যেই অন্তত একবার যাবেন। তবে পৃথিবীর কক্ষপথের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই।
প্রসঙ্গত, মাস্ক বিখ্যাত মোটরগাড়ি সংস্থা টেসলা মোটরস এরও প্রধান। সম্প্রতি তারা স্বয়ংচালিত গাড়ি বাজারে এনেছেন।
 
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					