ইভটিজিংয়ে বাধা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

ইভটিজিংয়ে বাধা দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বোনকে ইভটিজিংয়ে কবল থেকে রক্ষা করতে গিয়ে খুন হয়েছে ভাই সুলতান আহমদ মিন্টু (৩৫)।

বখাটেরা এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে ঢাকাস্থ নর্দান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিন্টু ছোট সাদিপুর ইউনিয়নের শামসুল হকের ছেলে। 

এলাকাবাসী জানায়, শুক্রবার মামাতো বোন ফাতেমা আক্তার মিতুকে ইভটিজিং করার সময় বখাটে জাকিরকে বাধা দেয় মিন্টু। এ সময় জাকির তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মিন্টুকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকাস্থ নর্দান হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।

অভিযুক্ত জাকির (৩৫) মোগড়াপাড়া ইউনিয়নের বন্দরা গ্রামের রফিকের ছেলে। কিছুদিন আগে এই ইভটিজিংয়ের অভিযোগে ফাতেমার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল বলে এলাকাবাসী জানায়।