‘জিন্দেগি না মিলেগি দোবারা’ বা ‘দিল ধড়কনে দো’— এই ছবিগুলি কতবার দেখেছেন? জোয়া আখতার পরিচালিত ছবির ফ্যানরা নিশ্চয়ই এর উত্তরে একাধিক বার-ই বলবেন।
নতুন বছর পড়তেই জোয়ার ফ্যানেদের জন্য দারুণ খবর। খুশির খবর আলিয়া ভট্ট ও রণবীর সিংহের ভক্তদের জন্যও। এই প্রথম জোয়ার ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। ছবিটির নাম রাখা হয়েছে ‘গাল্লি বয়’। মুম্বইয়ের স্ট্রিট র্যাপার্সদের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।
ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। আলিয়া-রণবীর দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। আলিয়া টুইট করে লিখেছেন, ‘‘শেষ পর্যন্ত গাল্লি বয়ের প্রথম দিনের শুটিংয়ে। এই ছবিটি নানা কারণে আমার জন্য খুব স্পেশ্যাল। আমাকে উইশ করুন...।”
অন্যদিকে, রণবীর ও জোয়া আখতারও শুটিং সেট থেকে ছবি শেয়ার করেছেন।
জোয়া আখতার পরিচালিত এই ছবির প্রযোজক ফারহান আখতার। এ নিয়ে দ্বিতীয় বার জোয়ার সঙ্গে কাজ করছেন রণবীর সিংহ।
 
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					