দীর্ঘ অপেক্ষার পর আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে শাবনূরের নতুন ছবি 'পাগল মানুষ'

দীর্ঘ অপেক্ষার পর আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে শাবনূরের নতুন ছবি 'পাগল মানুষ'

বিয়ের পর বলতে গেলে অনিয়মিত হয়ে পড়েন দেশের সবচেয়ে প্রতিভাবান এই নায়িকা। রূপালী পর্দায় এখন তাকে খুব কমই দেখা যায়। শাবনূরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিছু আশা কিছু ভালোবাসা’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সে ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর।

সেই হিসেবে পাঁচ বছর পর সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে শাবনূরের কোনো ছবি। এটির নাম ‘পাগল মানুষ’। ছবিতে শাবনূরের নায়ক নবাগত শায়ের খান। আগামী ১২ জানুয়ারি শুক্রবার দেশব্যাপী মুক্তি পাবে ছবিটি। তবে কতটি হলে মুক্তি পাবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ‘পাগল মানুষ’ যৌথভাবে পরিচালনা করেছেন এম এম সরকার ও বদিউল আলম খোকন।

পাগল মানুষ’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০১২ সালে। শুটিংয়ের সময় পরিচালক এম এম সরকারের মৃত্যু হয়। যার ফলে আটকে যায় ছবির কাজ। পরে বদিউল আলম খোকন একাই ছবিটি পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন।

‘পাগল মানুষ’ ছবিতে শাবনূর চুক্তিবদ্ধ হন ২০১১ সালের অক্টোবর মাসে। ছবির শুটিং শুরু হওয়ার পর ২০১২ সালের ২৯ ডিসেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান পরিচালক এম এ মান্নান। বন্ধ হয়ে যায় ছবির শুটিং। পরে ২০১৬ সালে ছবির কাজ শেষ করেন পরিচালক বদিউল আলম খোকন। তিনি বলেন, ‘এটি আমার ওস্তাদের শেষ কাজ। শুটিংয়ের সময় তিনি মারা যান। ছবিটা শেষ করা আমার দায়িত্ব ছিল। এবার মুক্তি দিতে পারলে শান্তি পাব। ছবিতে পরিচালক হিসেবে ওস্তাদের নামই যাবে।’

‘পাগল মানুষ’ ছবিতে শাবনূরের সঙ্গে অভিনয় করেছেন শাহেন খান।