তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন তারান হালিম

তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন তারান হালিম

সরকারের অনেকটা শেষ সময়ে এসে মন্ত্রীসভায় রদবদলে নতুন দায়িত্ব পেয়েছেন তারানা হালিম।তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বদল করে এবার তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার মন্ত্রীসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী নতুনদের দপ্তর বন্টন ছাড়াও অন্যান্য দপ্তরে রদবদল করেন। পরে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের সামনে রদবদল এবং নতুনদের দপ্তর বন্টনের খবর দেন। তবে তারানা হালিমকে নতুন দায়িত্ব দিয়ে তথ্য মন্ত্রণালয়ে পাঠালেও ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। বরং টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে যোগ দেওয়া মোস্তাফা জব্বারকে দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব।এর আগে বর্তমান সরকার ক্ষমতায় আার পর ২০১৫ সালের ১৪ জুলাই সংরক্ষিত নারী আসনের সাংসদ, টেলিভিশন তারকা তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী নিজেই। এবার প্রধানমন্ত্রী পূর্ণ মন্ত্রী দিয়ে সেই দায়িত্ব ছাড়লেন।তথ্য মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন হাসানুল হক ইনু।