চলচ্চিত্রে নাম লেখালেন তাহসান

চলচ্চিত্রে নাম লেখালেন তাহসান

জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান। একসময় গানের জগতে জনপ্রিয় থাকলেও পরে অভিনয়ের জগতে নাম লেখান তিনি। টেলিফিল্ম বা নাটকেই আবদ্ধ ছিলেন। তবে এবার বড় পর্দায় দেখা যাবে এই শিল্পীকে। চলচ্চিত্রেও নাম লেখালেন তাহসান। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল চলচ্চিত্রে আসছেন তিনি। কিন্তু তাহসানকে আদৌ বড় পর্দায় দেখা যায়নি। 

তবে এবার আর শোনা পর্যন্ত নয় বাস্তবেই তিনি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। জানা গেল, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'যদি একদিন' ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে তাহসানকে। এ খবর যে মিথ্যা নয়, তা স্বীকার করেছেন তাহসান নিজেই। বলেছেন, 'সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি অনেক। কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলব না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন- এটুকু নিশ্চয়তা দিতে পারি।'

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, 'তাহসানের সঙ্গে নাটকের কাজ করলেও চলচ্চিত্রে এবারই প্রথম। ছবিতে তাহসানকে ফয়সাল নামে এক তরুণের চরিত্রে দেখা যাবে। ছবির গল্প লেখার সময় এই চরিত্রের জন্য তাহসানকে উপযুক্ত বলে মনে হয়েছে। ভালো লাগার বিষয় এটাই, তাহসানও এ চরিত্রে অভিনয়ে সম্মতি দিয়েছেন।'