ফরিদপুরের বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে এক নারী হাসপাতালের শৌচাগারে নবজাতক রেখে পালিয়ে গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসেন এক নারী, যিনি নিজেকে রূপসী বলে পরিচয় দেন। চিকিৎসক তাকে আলট্রাসনোগ্রাফি করতে পরামর্শ দেন, কিন্তু ওই নারী জরুরি বিভাগ থেকে বের হয়ে শৌচাগারে যান, সেখানে সন্তানের জন্ম দেন এবং দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
কিছু সময় পরে, হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী সন্ধ্যা রানী শৌচাগারে নবজাতকটি দেখতে পেয়ে জরুরি বিভাগের চিকিৎসকদের খবর দেন। নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী জরুরি বিভাগের চিকিৎসা নিয়ে হাসপাতালের শৌচাগারে যান এবং পরে সেখানে সন্তানের জন্ম দিয়ে পালিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা ইশরাত জাহান জানান, ওই নারী গর্ভপাত ঘটানোর জন্য কিছু সময় আগে ওষুধ খেয়েছিলেন বলে জানিয়েছেন। পরবর্তীতে বাচ্চাটি উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলেও, হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, নবজাতকটিকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।