আজ ঢাকাই সিনেমার প্রখ্যাত নায়ক প্রয়াত মান্নার মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। পরিবারের দাবি ছিল, হাসপাতালে বিলম্বিত চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছিল। মান্নার মৃত্যুতে ঢাকাই সিনেমা এক বিশাল ক্ষতি পায়, এবং তার শূন্যতা এখনও স্পষ্ট অনুভূত হয়। তিন শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি একসময় বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন, এবং তার সিনেমা মানেই ছিল দর্শকের পূর্ণ উপস্থিতি ও ব্যবসায়িক সাফল্য।
মান্নার মৃত্যুর পর বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে তার অভাব পূরণ হয়নি। তার স্ত্রী শেলী মান্না জানান, অনেকদিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা চলছে এবং চিত্রনাট্যও প্রস্তুত। তবে, তার মৃত্যুর রহস্য সম্পর্কিত মামলার কার্যক্রম শেষ হলে সিনেমার কাজ শুরু হবে। প্রতিবছরের মতো এবারের মৃত্যুবার্ষিকীতেও পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়েছে, তবে এটি কোন উৎসবের মতো নয়, বরং একটি বেদনাদায়ক ঘটনা বলে শেলী মান্না উল্লেখ করেন।
১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমে অংশ নিয়ে মান্না বাংলা চলচ্চিত্রে পা রাখেন। তার প্রথম সিনেমা ‘তওবা’ হলেও দর্শক তার অভিনয়ের মাধ্যমে তাকে প্রথম নজরে পায় ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ সিনেমায়। এরপর কাজী হায়াৎ পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ সিনেমার মাধ্যমে তিনি তার অভিনয় দক্ষতার পরিচয় দেন, এবং ‘আম্মাজান’, ‘লাল বাদশা’, ও ‘দেশদ্রোহী’সহ বহু সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন।