ত্বকের যত্নে অনেক কিছু করলেও ঠোঁটের যত্ন প্রায়ই অবহেলিত থাকে। কিন্তু ঠোঁটেরও যত্ন নেওয়া জরুরি, কারণ শুধুমাত্র লিপস্টিক বা লিপবামের প্রলেপ ঠোঁটের সঠিক যত্নের জন্য যথেষ্ট নয়। সঠিক উপাদান ব্যবহার করলে ঠোঁট থাকে মোলায়েম ও আকর্ষণীয়।
হলুদ ও দুধের মিশ্রণ ঠোঁটের মসৃণতা এবং কোমলতা বজায় রাখতে সাহায্য করে। ২ চামচ দুধে এক চিমটে হলুদ মিশিয়ে একটি মাস্ক তৈরি করে ঠোঁটে ১০ মিনিট লাগিয়ে রাখলে ঠোঁট সজীব হয়ে উঠবে। এছাড়া, গোলাপজল ও গ্লিসারিনের মিশ্রণ ঠোঁটের নরমতা বজায় রাখতে কার্যকর। ২ চামচ গ্লিসারিনে গোলাপজল মিশিয়ে ঠোঁটে ব্যবহার করলে শুষ্কতা কমে যায় এবং ঠোঁট মসৃণ থাকে।
মধু ও কাঠবাদামের তেলের মিশ্রণ একটি দারুণ লিপমাস্ক হতে পারে। মধু ও কাঠবাদাম তেল মিশিয়ে ১৫-২০ মিনিট ঠোঁটে রেখে ধুয়ে ফেললে, ঠোঁট হয় আরও নরম ও মসৃণ। এই উপাদানগুলো সপ্তাহে তিনবার ব্যবহার করলে ঠোঁটের রুক্ষতা কমে যাবে এবং সজীব থাকবে।