প্রথমে ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করতে অক্ষয় কুমারের আপত্তি ছিল, তবে পরে তারা একসঙ্গে সিনেমায় কাজ করেন এবং সেটি সফলও হয়। এরপর একাধিক সিনেমাতে তাদের জুটি দর্শকদের সামনে আসে, সর্বশেষ রোহিত শেঠির 'সূর্যবংশী' সিনেমাতে। এই সিনেমার শুটিং সেটে একটি ঘটনা ঘটে, যা পরে বেশ আলোচনা সৃষ্টি করে। শোনা যায়, ক্যাটরিনা নাকি অক্ষয়ের গালে সপাটে চড় মেরেছিলেন, যা নিয়ে অনেক চর্চা হয়।
এই রহস্যটা সম্প্রতি 'দ্য কপিল শর্মা শো'তে খোলাসা হয়। কপিল শর্মা ক্যাটরিনা এবং অক্ষয়কে প্রশ্ন করেন, 'সূর্যবংশী' ছবির কোন দৃশ্যে বেশি রিটেক হয়েছিল? অক্ষয় কুমার জানান, রোম্যান্সের দৃশ্যটির জন্য বেশ কয়েকটি রিটেক হয়েছে, তবে চড় মারার দৃশ্যটি এক টেকেই সম্পন্ন হয়েছিল।
অক্ষয় বলেন, চড়টি যাতে আসল মনে হয়, তাই ক্যাটরিনা সত্যি সত্যি তাকে চড় মেরে দিয়েছিলেন, যাতে হাত এবং গালের মাঝে কোনো ফাঁক না থাকে। এই মজার ঘটনা পরবর্তীতে ভাইরাল হয়, তবে তারা পুরো ঘটনাটি হাস্যরসের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেন।