বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা সবসময়ই নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘ডাকু মহারাজ’-এ ৬৪ বছরের অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে তার জুটির কারণে বেশ কিছু সমালোচনা হয়েছে। পাশাপাশি, অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় তার মন্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যেই অভিনেত্রী জানিয়েছেন, তার মা মীরা রাউতেলা বর্তমানে হাসপাতালে শুয়ে আছেন এবং তিনি তার মা জন্য ভক্তদের প্রার্থনা কামনা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন।"
সাইফ আলি খানের ওপর হামলা সংক্রান্ত প্রশ্নের জবাবে উর্বশী জানান, তার কাছে ঘটনার পূর্ণ তথ্য ছিল না এবং তিনি ঠিকমতো উত্তর দিতে পারেননি। তিনি আরও বলেন, ঘটনা ঘটার পর সকালে প্রশ্ন করা হয়, কিন্তু তিনি তখনো পুরো বিষয়টি জানতেন না। এদিকে, 'ডাকু মহারাজ' ছবির প্রসঙ্গে তিনি বলেন, সাক্ষাৎকারটি তার ছবি নিয়েই ছিল, এবং তিনি বাবার দেওয়া উপহার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ছবির একটি গান ‘দাবিডি দিবিডি’ ভাইরাল হলেও নেটিজেনদের একটি অংশ অভিযোগ করেছেন, এই নাচটি অশালীন ছিল। এর পাশাপাশি, নন্দমুরির সঙ্গে বয়সের পার্থক্য নিয়েও আলোচনা হয়েছে। তবে উর্বশী এসব নিয়ে চিন্তিত নন, তিনি তার মতো জীবনযাপন করছেন। সম্প্রতি ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে প্রেমের গুঞ্জনে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, আগামী আড়াই বছর তিনি বিয়ে করবেন না, কারণ বর্তমানে তার "কাটনি যোগ" চলছে।