বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান : পাত্র অভিনেতা গহর রশিদ

বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান : পাত্র অভিনেতা গহর রশিদ
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান সুখবর দিয়েছেন ভক্তদের। ফেব্রুয়ারিতে বিয়ে করতে যাচ্ছেন তিনি, এমন তথ্য সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন কুবরা। এর আগে কিছু দিন ধরে তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এ বিষয়ে তিনি এতদিন কিছুই বলেননি। কুবরা খান তার বিয়ের পরিকল্পনা নিশ্চিত করে বলেন, "আমি ফেব্রুয়ারিতে বিয়ে করছি।" এর আগে তিনি অভিনেতা গহরের সঙ্গে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন, যার মধ্যে ‘জান্নাত সে আগা’ বিশেষভাবে আলোচিত হয়। ২০১৬ সালে টেলিভিশন ধারাবাহিকে অভিষেক ঘটে কুবরা খানের, যার আসল নাম রাবিয়া ইকবাল খান। তিনি এখন পাকিস্তানের চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন এবং ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম পাঞ্জাবের মুলতানে।