কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করা চার বছরের শিশু মিফতাহুল মাওয়া কে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় শিক্ষক শাহজাহান ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ জানুয়ারি, মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে জামিন আবেদন করলেও বিচারক তা নামঞ্জুর করে শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনা ঘটেছিল ১৬ জানুয়ারি, বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায়, যেখানে শিশুটি সড়কের পাশে বালু নিয়ে খেলার সময় শিক্ষক তাকে পুকুরে ফেলে দেন। মিফতাহুলের বড় বোন গালিবা সুলতানা ক্ষমা চাইলেও শিক্ষক শিশুটিকে পানি থেকে তোলেননি এবং পরে ঘটনাস্থল ত্যাগ করেন। শিশুটির চিৎকারে এক নারী পথচারী তাকে উদ্ধার করেন, এবং হাসপাতালে চিকিৎসা শেষে শিশুটিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা কুমিল্লাজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরেই শিশুর মা সামছুন নাহার তানিয়া বুড়িচং থানায় মামলা দায়ের করেন এবং শিক্ষক শাহজাহান ফজলুর রহমান গা ঢাকা দেন। অবশেষে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়ে কারাগারে পাঠানো হয়। মিফতাহুলের মা সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।