জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিপত্র এবং শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করতে থাকে। এর ফলে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ফটক অবরোধ হওয়ায় প্রবেশ করতে পারছেন না। অবস্থান ধর্মঘটের কারণে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে ছাত্রদের সঙ্গে আলোচনা শুরু করে। বিক্ষোভকারীরা দাবি করেন, ২০২৪-২৫ সেশনের অন ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি এবং বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এছাড়াও শিক্ষামন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি প্রত্যাহারের বিষয়ে ভিসির আশ্বাস দেওয়ার পরেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সুস্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে দ্রুত তাদের সমস্যার সমাধান হয়।