চাকরি দেয়ার নামে প্রতারণা: গ্রেফতার ৪

চাকরি দেয়ার নামে প্রতারণা: গ্রেফতার ৪

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান করে চাকরি দেয়ার নামে প্রতারণাকারী চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগ।

গ্রেফতারকৃত প্রতারকরা হলো- মোঃ মাহাবুবুর রহমান ভূঁইয়া (৩৭), মোঃ খালেদ মাহাবুব (৩৬), রিয়াজ উদ্দিন (৪০) ও মোঃ বাচ্চু মিয়া (৫২)।

গ্রেফতারকালীন সময়ে তাদের নিকট থেকে জাতীয় পরিচয়পত্র, সরকারী নন জুডিশিয়াল স্ট্যাম্প, সীল, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ভূয়া নিয়োগ সংক্রান্তে দলিলপত্র উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিম ২৫ ডিসেম্বর বিকাল ৫ টায় যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। তারা বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পদে টাকার বিনিময়ে চাকরি দেয়ার নামে জালিয়াতি করে আসছে। চাকুরীর দেয়ার নামে তারা প্রতারণামুলকভাবে ভূয়া নিয়োগপত্র দিয়ে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়।

এই সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।