শীতের ঠান্ডা আবহাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায়, ফলে লোশনের ওপর নির্ভরতা বেড়ে যায়, যা দৈনিক খরচ বাড়িয়ে দেয়। তবে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানিয়েছেন, ফেশিয়াল অয়েলের মাধ্যমে শুষ্ক ত্বকের সমস্যা সহজেই দূর করা সম্ভব। তিনি একটি ভিডিওতে বলেন, "আমার ত্বক খুব শুষ্ক, তাই আমি সপ্তাহে তিন দিন ফেশিয়াল অয়েল দিয়ে মুখে ম্যাসাজ করি। যদি ফেশিয়াল অয়েল না থাকে, নারকেল তেলও ব্যবহার করা যায়।" রূপচর্চার বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে তৈরি ফেশিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে, কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম বা লোশন বেশি উপকারী। সোনাক্ষী আরও জানান, এই পদ্ধতি তার ত্বকের জন্য উপযুক্ত, তবে তৈলাক্ত ত্বকের মানুষরা তেলের বদলে ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন।