ভাঙতেই হচ্ছে মিঠুন চক্রবর্তীর বিলাসবহুল রিসোর্ট

ভাঙতেই হচ্ছে মিঠুন চক্রবর্তীর বিলাসবহুল রিসোর্ট

ভাঙতেই হচ্ছে বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর বিলাসবহুল রিসোর্ট। আগের একটি রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও আদেশ বদল হয়নি।

 

জানা যায়, মাদ্রাজ হাইকোর্ট ২০১১ সালে তামিলনাড়ুর নীলগিরি জেলার মুদুমালাই জাতীয় উদ্যানের কাছে নির্দিষ্ট এলাকায় তৈরি সব রিসোর্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গেই তামিলনাড়ু সরকারকে হাইকোর্ট পূর্ণ ক্ষমতা দেয় যে, ওই এলাকাকে তারা হাতিদের চলাচলের জন্য (এলিফ্যান্ট করিডর) চিহ্নিত করতে পারবে। বুধবার মাদ্রাজ হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।

 

ওই এলাকায় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী-সহ বেশ কিছু সেলিব্রিটির রিসোর্ট রয়েছে। রায়ের ফলে ভেঙে ফেলতে হবে সেখানকার ৮শ এর বেশি নির্মাণ।

 

২০১১ সালে মাদ্রাজ হাইকোর্ট তার রায়ে রিসোর্টগুলো ভেঙে ফেলার নির্দেশ দেয়ার পর মিঠুনসহ মোট ৩২ জন আবেদনকারী সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মিঠুন আবেদনে জানিয়েছিলেন, তার রিসোর্টের মাধ্যমে এলাকার অনেক আদিবাসী পরিবারের জীবিকা নির্বাহ হয়।