ই-স্কুটারের দাম কমালো হিরো

ই-স্কুটারের দাম কমালো হিরো

সামাজিক দূরত্ব রাখতে করোনাকালে নিজের গাড়ি সবার দরকার। বৃহত্তম ই-স্কুটার নির্মাতা সংস্থা হিরো ইলেকট্রিক বড় সুবিধা করে দিল।

 

হিরো ইলেকট্রিক উৎসবকে সামনে রেখে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। সংস্থার অপটিমা এইচএক্স সিটি স্পিড ইলেকট্রনিক স্কুটার কিছু দিনের জন্য খুবই কম দামে বাজারে পাওয়া যাবে। এমনিতে এই ই-স্কুটারটির দাম ভারতে ৭১ হাজার ৯৫০ রুপি। সেটা এখন পাওয়া যাচ্ছে ৫৭ হাজার ৫৬০ রুপিতে। এই ছাড় কতদিন চলবে, তা স্পষ্ট করে জানায়নি সংস্থা। তবে হিরো জানিয়েছে, খুব কম সময়ের জন্যই এই ছাড়ের সুযোগ পাবেন ক্রেতারা।

 

সস্তার এই স্কুটার অনেকের কাছেই পথের বন্ধু হয়ে উঠতে পারে। এই ই-স্কুটারে রয়েছে ৫৫০ ওয়াটের মোটর। সঙ্গে ৫১.২ভি/৩০এএইচ লিথিয়াম ব্যাটারি। একবার চার্জ দিলে এই ই-স্কুটার টানা ৮২ কিলোমিটার চলবে বলে জানিয়েছে হিরো ইলেকট্রিক। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪২ কিলোমিটার। এই ই-স্কুটারের সঙ্গে মিলবে তিন বছরের ওয়ারেন্টি।

 

হিরো ইলেকট্রিক ক্রেতাদের ফিনান্স করার জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে ৩০ শতাংশ আর্থিক সুবিধা দেবে।