জীবন ও শিক্ষা নিয়ে শুনবেন যে ৫ বক্তৃতা

জীবন ও শিক্ষা নিয়ে শুনবেন যে ৫ বক্তৃতা

 

অনলাইনে বা অফলাইনে বিভিন্ন বক্তৃতার আয়োজন করে টেড টক, যেখানে বিখ্যাত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে লেখক, শিল্পী, বিজ্ঞানী, নানা শ্রেণির মানুষ তাঁদের ভাবনা ভাগাভাগি করার সুযোগ পান টেড টকের স্লোগান হলো, ‘আইডিয়াজ ওর্থ স্প্রিডিং অর্থাৎছড়িয়ে দেওয়ার উপযোগী ভাবনা

 

টেড মূলত মার্কিন মিডিয়া প্রতিষ্ঠান। মার্কিন স্থপতি গ্রাফিক ডিজাইনার রিচার্ড সল অরম্যান ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে প্রথম টেড সম্মেলনের আয়োজন করেন। শুরুতে প্রযুক্তি আর ডিজাইন নিয়ে আলোচনা হতো। এখন জীবনঘনিষ্ঠ সব বিষয়েই কথা বলতে অতিথি বক্তাদের নিমন্ত্রণ জানানো হয়। আলোচনাগুলো দেখার সহজ ব্যবস্থা হলো ইউটিউব। টেড টকের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে। চাইলে একে একে সব দেখে ফেলতে পারেন।

 

তবে নেতৃত্ব, জীবন শিক্ষা নিয়ে যাঁদের আগ্রহ আছে, দেখতে পারেন এই পাঁচটি ভিডিও

 

নিজেকে সৃজনশীল হতে দিন

ইথান হক, মার্কিন অভিনেতা

মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গকে নিয়ে বলেছেন ইথান হক। শিল্পের খাতিরে জীবনযাপনের প্রচলিত রীতি ত্যাগ করেছিলেন এই কবি। গিন্সবার্গের এমন সিদ্ধান্তে সবাই মজা করতে শুরু করলেও নিজের বিশ্বাসে অটল ছিলেন। ইথান বলেন, মানুষ ভালো কিছু করতে কাজে যায়। এমন কিছু, যা অন্যের চোখে ভালো দেখাবে। মানুষের প্রশংসা কুড়ানোর এই চাপ সৃজনশীলতার বড় শত্রু। ইতিহাস ঘাঁটলে এমন অনেক শিল্পী পাওয়া যাবে, জীবদ্দশায় যাঁদের কাজ অপ্রয়োজনীয় মনে করা হতো, গুরুত্বহীন মানা হতো। মৃত্যুর শত বছর পর কেউ কেউ কাজের স্বীকৃতি পেয়েছেন। বর্তমানেও তো এমনটা হচ্ছে। তবু তীব্র আনন্দ কিংবা বেদনার সময় শিল্পই মানুষের প্রয়োজনে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইথান। তাই মানুষের চোখে ভালো হওয়ার ইচ্ছা বাদ দিয়ে ছুটতে হবে নিজের আগ্রহের পেছনে

 

ব্রেক্সিটে ফেসবুকের ভূমিকা গণতন্ত্রে হুমকি

ক্যারোল ক্যাডওয়াল্যাডর, ব্রিটিশ লেখক

ইন্টারনেট সামাজিক যোগাযোগমাধ্যম বৈশ্বিক যোগাযোগের বহু দরজা খুলে দিয়েছে। দুঃখজনক ব্যাপার হলো, ভালোর সঙ্গে ভয়ংকর অনেক ব্যাপারও চলে এসেছে। বিশেষ করে ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার নির্বাচন বা ব্রেক্সিট ভোটে ফেসবুকের প্রভাব নিয়ে কথা বলেন ক্যারোল ক্যাডওয়াল্যাডর। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। ব্রেক্সিট ভোটের আগেও তেমনি মানুষের ফেসবুক অ্যাকাউন্টগুলোকে লক্ষ্য করে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এতে প্রভাবিত হয়ে ব্রেক্সিটের পক্ষ ভোট দেন ব্রিটিশরা

যুক্তরাজ্যে নির্বাচনী প্রচারণায় খরচের একটি সীমা আছে। ফেসবুকে বিজ্ঞাপনী প্রচারণা সে সীমার মধ্যে পড়ত না। সে সুযোগ নিয়েই মানুষের মধ্যে পরিকল্পিতভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়। মানুষের সিদ্ধান্ত গ্রহণে ফেসবুক বিজ্ঞাপনের প্রভাব নিয়ে আলোচনা করেছেন ক্যারোল

 

ভালো নেতা যেভাবে ভালো কাজে অনুপ্রাণিত করেন

সাইমন সাইনেক, মার্কিন লেখক

সিভিল রাইটস আন্দোলনে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্বের কথাই বলুন কিংবা তথ্যপ্রযুক্তি খাতের বিপ্লবে অ্যাপলের ভূমিকাসাফল্যের জন্য ভালো নেতারা একই পথে হাঁটেন। এই টেড টকে সাইমন সাইনেক সেটিই বোঝাতে চেষ্টা করেছেন। প্রথমত, ভালো নেতারা কেন দিয়ে শুরু করেন। তাঁরা শুরুতেই তাঁদের বিশ্বাস পাকাপোক্ত করেন। আবেগতাড়িত হয়ে বিমূর্ত ধারণা নিয়ে কাজ করেন। এরপর তাঁদের ভাবনার চাকা কীভাবে এবং কীতে গড়ায় বলে জানান সাইমন

 

শুধু খুশি থাকাই জীবন নয়

এমিলি এসফাহানি স্মিথ, লেখক

সমাজ আমাদের সুখ সাফল্যের পথে ঠেলে দেয়। তবে নিজের সন্তুষ্টির পথে নয়। সে কারণেই নিজেকে উদ্বিগ্ন এবং অনিরাপদ মনে করে মানুষ। জীবন মানে শুধু যে সুখী হওয়া নয়, নিজের টেড বক্তৃতায় এমিলি স্মিথ তা- বলেছেন। এক মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা যায়, বিষণ্নতার মূল কারণ সুখের কমতি নয়, বরং জীবনের অর্থের চারটি স্তম্ভ। এমিলি পারস্পরিক সম্পর্ক গড়ার কথা বলেছেন, আলোচনায় অর্থবহ জীবন নির্বাহের কথাও তাঁর বক্তৃতায় এসেছে। বলেছেন, জীবন শুধু ঘটনার সংকলন নয়। এটা গল্প। আর গল্প বলা মানে নিজেকে অন্যের কাছে উপস্থাপন করা

 

বিদ্যালয় কি সৃজনশীলতা নষ্ট করে দিচ্ছে?

স্যার কেন রবিনসন, ব্রিটিশ লেখক

নতুন প্রজন্মের মাধ্যমে ভবিষ্যৎ গড়ার চেষ্টা হলো শিক্ষা। আলোচনার শুরুতেই কেন রবিনসন বলেছেন, শিক্ষায় সৃজনশীলতা সাহিত্যের সমকক্ষ হতে হবে। আর উদ্ভাবন সৃজনশীলতা জারি রাখতে হলে ভুল মেনে নেওয়ার প্রস্তুতি থাকতে হবে। বিদ্যালয়গুলোতে তা হচ্ছে না। সে কারণেই মেধা নষ্ট হচ্ছে এবং তার প্রভাব পড়ছে পরবর্তী প্রাতিষ্ঠানিক জীবনে

 

বক্তৃতা পাচঁটির লিংক :

 

নিজেকে সৃজনশীল হতে দিন

https://www.youtube.com/watch?v=WRS9Gek4V5Q&feature=emb_title

ব্রেক্সিটে ফেসবুকের ভূমিকা গণতন্ত্রে হুমকি

https://www.youtube.com/watch?v=OQSMr-3GGvQ&feature=emb_title

ভালো নেতা যেভাবে ভালো কাজে অনুপ্রাণিত করেন

https://www.youtube.com/watch?v=qp0HIF3SfI4&feature=emb_title

শুধু খুশি থাকাই জীবন নয়

https://www.youtube.com/watch?v=y9Trdafp83U&feature=emb_title

বিদ্যালয় কি সৃজনশীলতা নষ্ট করে দিচ্ছে?

https://www.youtube.com/watch?v=iG9CE55wbtY&feature=emb_title