আবার বন্ধ হলো শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল

আবার বন্ধ হলো শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল

দিন বন্ধ থাকার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয় নাব্য সংকটের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে আগে গত সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল 

 

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, শুক্রবার সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া কাকলী শিমুলিয়া ঘাটে পৌঁছাতে পারলেও শিমুলিয়া ঘাট থেকে শনিবার সকালে ছেড়ে যাওয়া ফেরি কুমিল্লা ফেরি কিশোরী নদী পার হতে না পেরে পুনরায় শিমুলিয়া ঘাটে ফেরত আসে। আপাতত তাই ফেরি চলাচল বন্ধ আছে। ড্রেজিং করে চ্যানেলের মুখটা খুলতে পারলে আবার ফেরি চলবে

 

তিনি আরও জানান, শুক্রবার রাতে নম্বর ফেরি ঘাটের পাশে কিছু এলাকায় ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে যার কারণে নম্বর ফেরি ঘাট ভাঙনের হুমকিতে পড়েছে এখন ঘাটে প্রায় ৮০টি যানবাহন পারাপারের অপেক্ষায় আছে