গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত

গণপরিবহনে আগের নির্ধারিত  ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত

পহেলা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন শনিবার (২৯ আগস্ট) রাজধানীর নিজ বাসভবন থেকে সড়ক জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তথ্য জানান সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

এতদিন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের যে নিয়ম ছিল, সেটিও তুলে দেয়া হচ্ছে

 

তিনি জানান, পরিবহনগুলোকে কয়েকটি শর্ত মেনে চলাচল করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বা দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না

 

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়তবে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় বাস, লঞ্চ রেল চলাচল ৩১ মে থেকেই চালু করার অনুমতি দেয়া হয়। সময় বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়