জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  ২৭ আগস্ট, ২০২০ জুম অ্যাপসের মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে  জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস উদ্বোধন করেন

 

এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . হারুন-অর-রশিদ  এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর . কাজী শহীদুল্লাহ

 

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অনলাইন ক্লাসও চালু করতে হবে। তিনি আরো বলেন, অনলাইন ক্লাসে অংশ নিতে শিক্ষার্থীরা যাতে সহজে ডিভাইস এবং স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা পায় সে লক্ষে আমরা কাজ করছি

 

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর . মশিউর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দসহ শিক্ষার্থীরা