ফ্রান্স সরকারকে কর দিবে ফেইসবুক

ফ্রান্স সরকারকে কর দিবে ফেইসবুক

ফ্রান্সের সরকারকে সাড়ে ১২ কোটি ডলার কর দিতে সম্মত হয়েছে ফেসবুক এতে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছরের বিদ্যমান কর জটিলতা নিরসন হবে বিবিসি অনলাইনের প্রতিবেদনে তথ্য জানানো হয়

 

ফ্রান্স কর্তৃপক্ষ পুরো ট্যাক্স আদায় করার চেষ্টা করছে। যেখানে ফেসবুক, গুগল, অ্যাপল, অ্যামাজনসহ বড় বড় কোম্পানিগুলো ফ্রান্সে ব্যবসা করার পরও ট্যাক্স দিতে নারাজবর্তমানে আন্তর্জাতিক বাজারে শুল্ক প্রদানের আইন ইউরোপের বাজারে ব্যবসার সুযোগ সহজ করে দিলেও ফেসবুকসহ অধিকাংশ টেক কোম্পানিগুলো ট্যাক্স পরিশোধে গড়িমসি করছে

 

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা যে প্রতিটি বাজার পরিচালনা করি, সব জায়গায় কর পরিশোধ করি।ওই মুখপাত্র আরও বলেন, আমরা আমাদের করের দায়বদ্ধতা গুরুত্বসহকারে নিই। সমস্ত প্রযোজ্য শুল্ক আইন মেনে চলার জন্য এবং যেকোনো বিরোধ নিষ্পত্তি করতে আমরা বিশ্বব্যাপী কর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি। যেমনটা আমরা ফ্রান্সের কর কর্তৃপক্ষের সঙ্গে করেছি।

 

তিনি আরও জানান, ফ্রান্সের ট্যাক্স অথরিটি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ট্যাক্সের অডিট করায় হিসাবে বকেয়া শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে মোট ১০ কোটি ৬০ লাখ ইউরো বকেয়ার মোট হিসাবের পরিমাণ জানালেও বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। বকেয়া শুল্কের ব্যাপারে বিস্তারিত জানায়নি ফ্রান্সের ট্যাক্স কর্তৃপক্ষও

 

২০১৮ সালের পর থেকে বিজ্ঞাপনগুলোকে ফ্রান্সের শুল্কের খাতায় যোগ করা শুরু করেছে ফেসবুক, যোগ করেন মুখপাত্রফ্রান্সের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২০১৯ সাল থেকে বছরের শুরু পর্যন্ত থেকে ফেসবুকের বাৎসরিক লাভের অঙ্ক বেড়ে ৭৪ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে