কলেজে ভর্তির ফলাফল প্রকাশের তারিখ

কলেজে ভর্তির ফলাফল প্রকাশের তারিখ

অনলাইনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন জমা নেয়ার  প্রথম পর্যায় ২০ আগস্ট  মধ্যরাতে শেষ হয়েছে গত আগস্ট সকাল ৭টায় প্রথম ধাপের আবেদন কার্যক্রম শুরু হয়েছিল জানা গেছে, ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ শিক্ষার্থী আবেদন করেছে প্রথম ধাপে যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট

প্রথম ধাপে কেউ কোনো কলেজ বা মাদ্রাসায় ভর্তির সুযোগ না পেলে এবং যারা আবেদন করতে পারেনি তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন প্রক্রিয়া শুরু হবে ৩১ আগস্ট তৃতীয় ধাপেও আবেদনের সুযোগ দেয়া হবে অনলাইনে এবার সর্বনিন্ম ৫টি এবং সর্বোচ্চ ১০টি করে কলেজে প্রত্যেক শিক্ষার্থীকে আবেদন করতে হয়েছে

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায় এরপর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত চলবে কার্যক্রম নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের আবেদন বাতিল হবে

দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে ৩১ আগস্ট থেকে সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে সেপ্টেম্বর রাত ৮টায় আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে একই দিন ( সেপ্টেম্বর) রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নিশ্চায়ন থেকে সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে সেপ্টেম্বর পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায় পর্যায়ের নিশ্চায়ন করতে হবে ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আর কলেজভিত্তিক ড়ান্ত ফল প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায় ভর্তি চলবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত