মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে সরকার। ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে গত চার দিন ঢাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, যান বাহনের ক্ষতি সাধারণের পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে এই বৈঠক হবে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তৈরি পোশাক কারখানার মালিকরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।গত রবিবার থেকে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবারও মিরপুরের কালশীসহ কয়েকটি রাস্তায় বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা।