উচ্চ শ্রেণির প্রাণি দেহে রক্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেই রক্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
1. রক্ত মূলত কী?
উত্তর:-জটিল তরল টিস্যু।
2. একজন পুর্নবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্তের পরিমান কত?
উত্তর:- 5-6 লিটার।
3. রক্ত দৈহিক ওজনের কত শতাংশ?
উত্তর:- 8%।
4. রক্তের প্রকৃতি কেমন?
উত্তর:-সামান্য ক্ষারীয়।
5. রক্তের pH মান কত?
উত্তর:- 7.35-7.45
6. রক্তের স্বাবাবিক তাপমাত্রা কত?
উত্তর:- 36-38 ডিগ্রী সেলসিয়াস।
7. রক্তের আপেক্ষিক গুরুত্ব কেমন?
উত্তর:- জলের চেয়ে বেশি, প্রায় 1.065
8. রক্তের স্বাদ নোনতা কেন?
উত্তর:- অজৈব লবনের উপস্থিতি।
9. রক্তে কত শতাংশ রক্তরস থাকে?
উত্তর:- 55%।
10. রক্তে রক্তকণিকা থাকে কত শতাংশ?
উত্তর:- 45%।
11. রক্ত রসের বর্ণ কেমন?
উত্তর:- হালকা হলুদ।
12. রক্তরসে জলের পরিমান কত?
উত্তর:- 90-92%।
13. টস্যু বা বিভন্ন কলাতে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা বৃক্কে নিয়ে যায় রক্ত।