শেষ শ্রদ্ধা জানাতে চলচ্চিত্রের কেউ আসেনি !

শেষ শ্রদ্ধা জানাতে চলচ্চিত্রের কেউ আসেনি !

আইয়ুব বাচ্চু একাধিক চলচ্চিত্রের গান করেছেন। সেগুলো জনপ্রিয়তার দিক থেকেও ছিল তুঙ্গে অথচ এই মানুষটির চলে যাওয়ার পর শ্রদ্ধা  জানাতে চলচ্চিত্রের কাউকে দেখা যায়নি শহীদ মিনার জানাজা প্রাঙ্গণে

 চলচ্চিত্রের অনেকের সাথে তার সম্পর্কের জায়গাটা ভালো ছিল।আম্মাজানসাগরিকা মতো অনেক গান দিয়ে ব্যবসা করেছে চলচ্চিত্রগুলো। কিন্তু তার বিদায় দিনে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানানো ছাড়া আর কোথাও দেখা যায়নি তাদের

 আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় সম্মানিত ব্যক্তিত্বদের একজন

 বরেণ্য এই শিল্পী বৃহস্পতিবার সকালে ৫৬ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমান। আজ বাদ আছর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে শেষ জানাজা নামাজের পর নগরীর বাইশ মহল্লা চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু