তনুশ্রী ‘বিগ বস’ বাড়িতে ঢুকতে পারবেন না ।

তনুশ্রী ‘বিগ বস’ বাড়িতে ঢুকতে পারবেন না ।

শোনা যাচ্ছে, ২০০৪ সালেরমিস ইন্ডিয়া একসময়ের বলিউড তারকা তনুশ্রী দত্ত বিতর্কিত রিয়েলিটি শোবিগ বস ১২’–তে যুক্ত হচ্ছেন  বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকার এবং আরও দুজন চিত্রপরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে এখন তিনি দারুণ আলোচিতআর তা কাজে লাগাতে চাচ্ছেবিগ বস প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান কালারস টিভি কর্তৃপক্ষএরই মধ্যে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছেআর তাতেই খেপেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনামহারাষ্ট্রের পুনের লোনাভলায়বিগ বস ১২’– স্টুডিওতে হানা দিয়েছেন সংগঠনটি কয়েকজন সদস্যতাঁরা স্টুডিও কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেনপরে জানা গেছে, সেই চিঠিতে তাঁরা হুমকি দিয়ে লিখেছেন, তনুশ্রী দত্তকে যদিবিগ বস বাড়িতে ঢুকতে দেওয়া হয়, তাহলে সেটে ভাঙচুর করা হবে

এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন আরেক বলিউড তারকা স্বরা ভাস্করতিনি বলেন, ‘এটা ইয়ার্কি হচ্ছে? গুন্ডামি করে সবাই পার পেয়ে যাবে? আমরা গুন্ডামিকে প্রশ্রয় দিচ্ছি?’

এদিকে ২০০৮ সালেহর্ন ওকে প্লিজ ছবির সেটে কী ঘটেছিল, তার একটি ভিডিও গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছেতাতে দেখা যায়, ‘হর্ন ওকে প্লিজ ছবির সেটে অভিনেতা নানা পাটেকার, কোরিওগ্রাফার গণেশ আচার্য আর নায়িকা তনুশ্রী দত্ততনুশ্রী দত্ত রিহার্সাল করছেননানা পাটেকার আপত্তিকরভাবে তাঁকে বাধা দেনসেট ছেড়ে চলে যান তনুশ্রী দত্তরিহার্সাল বন্ধ হয়ে যায়একসময় রিহার্সালের জন্য সেটে ফিরে আসেনকিন্তু নানা পাটেকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার ব্যাপারে আপত্তি ছিল তাঁর

 তনুশ্রী দত্ত মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এবং সংগঠনটির প্রধান রাজ ঠাকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে এই সংগঠনের মহারাষ্ট্রের ভিদ জেলার শাখাএর আগে বলিউডের এই তারকা অভিযোগ করেন, নানা পাটেকারের সঙ্গে শুটিং না করে সেদিন চলে আসার পর মহারাষ্ট্র নবনির্মাণ সেনার লোকজন তাঁর বাড়ি গাড়িতে হামলা চালায়তিনি মনে করেন, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের নির্দেশে সেই হামলা হয়েছিলএরপর নিজেকে রক্ষা করার জন্য তিনি যুক্তরাষ্ট্রে চলে যানসম্প্রতি তিনি ভারতে ফিরেছেন

 তনুশ্রী দত্ত জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি আইনি নোটিশ পেয়েছেনঅভিনেতা নানা পাটেকার আর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেনতনুশ্রী দত্ত তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেনএরপর তনুশ্রী এক বিবৃতিতে বলেন, ‘দুটি আইনি নোটিশ পেয়েছিএকটি নানা পাটেকারের কাছ থেকে, অন্যটি বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকেএটা হলো ভারতে যৌন হেনস্তা, অপমান অবিচারের বিরুদ্ধে কথা বলার পুরস্কার

 হলিউডে ‘#মিটু আন্দোলন দিয়ে বেশ শোরগোল পড়ে গেলেও এত দিন বলিউড ছিল নীরবএতে কেউ কেউ বলিউড অভিনেতাদের গা বাঁচিয়ে চলার দিকে আঙুল তুলেছিলেনতনুশ্রী যেন তাঁর কথায় সেদিকেই ইঙ্গিত দিলেনতিনি সাংবাদিককে বলেন, ‘এই একই পরিবেশের জন্য ১০ বছর আগে দূরে চলে গিয়েছিলামআপনি জানতে চেয়েছিলেন না? কেন ভারতে “#মিটু আন্দোলন জোরদার হয় না? এই কারণে