উৎপাদন বেশি, বাজারে দাম নেই সবজির

উৎপাদন বেশি, বাজারে দাম নেই সবজির

চাহিদার তুলনায় বেশি সবজি আবাদ হওয়ায় বিপাকে পড়েছেন নরসিংদীর চাষিরা। 

ক্ষেতজুড়ে নানা জাতের সবজির সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে অনেক। কিন্তু চাষির মুখে হাসি নেই। নরসিংদীর বাজারে সবজির দাম উঠছে না।  মুনাফা তো দূরের কথা, উৎপাদন খরচ উঠে আসা নিয়েই শঙ্কায় চাষিরা।

জেলার সবজি বাজারগুলোতে চাষিদের এমন অভিযোগের প্রমাণ মিললো। শিম, লাউ, বেগুন, চিচিঙ্গাসহ নানা ধরনের শাক-সবজির ন্যায্য দাম মিলছে না। পাইকারি ক্রেতারাও লোকসান গুনছেন। 

কৃষি বিভাগ বলছে, গত বছরের তুলনায় চাষির সংখ্যা এবং আবাদি জমির আয়তন বেড়েছে। তাছাড়া, বাজার নিয়ন্ত্রণে মধ্যসত্বভোগীদেরও ভূমিকা রয়েছে। তবে, শিগগিরই এ অবস্থার অবসান ঘটবে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নরসিংদীর ছয় উপজেলায় প্রায় আট হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজির আবাদ হয়েছে।