মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়

শুক্রবার বিকেলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আঘাতহানে বৈশাখী ঝড়। বিকেলে রাজধানীতে হঠাৎ আকাশ কালো হয়ে রুদ্ররুপ ধারণ করে। তীব্র ধূলিঝড়ের সঙ্গে প্রচণ্ড শব্দে শুরু হয় বৃষ্টিপাত। চৈত্রের শেষ ভাগে, এমন ঝড়বৃষ্টি স্বস্তির পরশ নিয়ে আসে নগরজীবনে। অনেকে দল বেঁধে নেমে পড়েন পথে।

এদিকে বজ্রপাত ও শিলাবৃষ্টিতে রংপুরের বদরগঞ্জ ও গঙ্গাচড়ায় বজ্রপাতে শামিম ও নয়া মিয়াসহ দুইজন মারা গেছেন। এ সময় আহত হয়েছে অন্তত ৫০ জন। স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে প্রচণ্ড ঝড় রংপুর নগরী ছাড়াও গঙ্গাচড়া, পীরগঞ্জ, মিঠাপুকুর, তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। এছড়া কিশোরগঞ্জের ভবানীপুরেও বজ্রপাতে আরো একজন নিহত হয়েছে।

ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে বোরো ধানক্ষেত, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়েছে পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায়। এদিকে, নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে ৯ জন গুরুতর আহত হয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে শিলাবৃষ্টিতে নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলার প্রায় ২০ হাজার টিনের ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।