ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় গুলিতে নিহত ১

ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় গুলিতে নিহত ১

টাঙ্গাইলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় গুলিতে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে, টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনামুড়ি গুপ্তবৃন্দাবন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, "কয়েকজন সন্ত্রাসী সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সালাহ উদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছোঁড়ে।"

জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ ঘটনার কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেকমত শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "পুলিশের ছোঁড়া গুলিতে মালেক মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। সন্ত্রাসীরা ব্যালট পেপার ছিনতাই চেষ্টা চালাচ্ছিল। এ সময় পুলিশ গুলি চালায়। মালেক সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী বুলবুলি বেগমের দেবর।"

আজ বৃহস্পতিবার, টাঙ্গাইলের তিনটি উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঘাটাইল উপজেলায় ছয়টি ইউনিয়ন, টাঙ্গাইল সদরে একটি ও কালিহাতীতে একটি ইউনিয়ন, এছাড়া এলেঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।