জনগণের তথ্য পাচার করছে ‘নরেন্দ্র মোদী অ্যাপ’

জনগণের তথ্য পাচার করছে ‘নরেন্দ্র মোদী অ্যাপ’

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে যে অ্যান্ড্রয়েড অ্যাপটি (নরেন্দ্রমোদী অ্যাপ) চালু রয়েছে তা ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয় তথ্য পাচার করে দিচ্ছে একটি বিদেশি সংস্থাকে। ব্যবহারকারীদের অজান্তেই কাজটি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিজস্ব ওই ওয়েবসাইটটি নথিভুক্ত হয়েছে ‘নরেন্দ্রমোদী ডট ইন’ নামে। এর মালিক ‘পিএম মোদী’। আর তার যে ঠিকানা নথিভুক্ত রয়েছে তাহলো- ‘নয়াদিল্লির আকবর রোডের বিজেপি সদর দফতর’।

ফরাসি ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ এলিয়ট অ্যাল্ডারসনের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রীর ওই অ্যাপটি যারা ব্যবহার করছেন তাদের অজান্তেই তাদের ব্যক্তিগত গোপনীয় তথ্য পাচার করা হচ্ছে। অ্যাল্ডারসনের অভিযোগ, গোপনীয় তথ্যাদি একটি বিদেশি সংস্থার ডোমেইন ‘ইন.ডাব্লিউজেডআরকেটি ডট কম’ এ পাচার করে দেওয়া হচ্ছে। অ্যাল্ডারসনের অনুমান, ওই ডোমেইনটি মার্কিন সংস্থা ‘ক্লেভার ট্যাপ’ এর।