পহেলা মে আসছে ফেসবুক এর Oculus Go ভিআর হেডসেট

পহেলা মে আসছে ফেসবুক এর Oculus Go ভিআর হেডসেট

পহেলা মে থেকে অনুষ্ঠিত ডেভেলপার্স কনফারেন্স এফ এইটে ফেসবুক অবমুক্ত করতে যাচ্ছে তাদের ভার্চুয়াল রিয়েলিটি(ভিআর) হেডসেট অকুলাস গো। 

গতবছর ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন ২০১৮ সালে বাজারে আসবে তাদের অকুলাস গো হেডসেট। অবশেষে জানা গেলে এটি বাজারে আসার দিনক্ষণ।  

ফেসবুকের ভিআর হেডসেটটির মূল্য ১৯৯ ডলার। এটি ১ মে ডেভেলপার্স সম্মেলনে প্রদর্শন করা হলোও বাজারে পাওয়া যাবে অক্টোবর থেকে। 

ডিভাইসটিতে স্যামসাং গিয়ার ভিআর হেডসেটের মতই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এতে হুলু, নেটফ্লিক্স কিংবা এইচবি-এর মত জনপ্রিয় অ্যাপস ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটির প্রকৃত অভিজ্ঞতা নেয়া যাবে। 

দুইটি ভার্সনে বাজারে পাওয়া যাবে ফেসবুকের অকুলাস গো। একটি পাওয়া ৩২ জিবি রম ভার্সনে। যার মূল্য ১৯৯ ডলার। অন্যটি মিলবে ৬৪ জিবি রম ভার্সনে। এই ভার্সনটির মূল্য হবে চড়া।