স্টিফেন হকিং ছিলেন তার সময়কার সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞানী। এই বছর ৭৬ বছর বয়সে তিনি চির বিদায় নেন।
বিভিন্ন বিষয় নিয়ে হকিং এর কিছু উক্তি...
অধ্যবসায় নিয়ে
"জিবনে বাধা আসবেই, কিছু একটা করার থাকেই এবং সফলতা আসবে। শুধু হাল ছেরে দিলে চলবে না।"
বিজ্ঞান গবেষণা নিয়ে
"আমি এটি যৌন মিলনের সাথে তুলনা করব না, এটা এর চেয়েও অধিক স্থায়ী"
কৌতুহল নিয়ে
"আকাশে তারার দিকে তাকাও, পায়ের দিকে নয়"
বুদ্ধিমত্তা নিয়
"আমি এটা কখনো বলব না যে, যারা আইকিও বুস্ট করে তারা লুসার্স"
ঈশ্বর নিয়ে
"সৃষ্টিকর্তা থাকতেও পারে, কিন্তু বিজ্ঞান মহাবিশ্বকে বর্ণনা করতে পারে ঈশ্বরের প্রয়োজন ছাড়া"
নারী নিয়ে
"আমার চিকিৎসক সহকারী (নারী) মনে করিয়ে দেয় যে, যদিও আমার পদার্থবিদ্যার উপর পিএইচডি আছে, নারীরা আমার কাছে রহস্যময়ীই"
 
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					