ব্যাকস্ট্রিট বয়েজ নতুন কি নিয়ে আসছে?

ব্যাকস্ট্রিট বয়েজ নতুন কি নিয়ে আসছে?

১৯৯৩ সালে ফ্লোরিডার অর্লান্ডোতে এই গ্রুপটি গঠিত হয়। এর সদস্য হলেন এ. যে. ম্যাকলিন, হাউয়ি ডরো, নিক কার্টার, কেভিন রিচার্ডসন এবং ব্রায়ান লিট্রেল। ব্যাকস্ট্রিট বয়েজ বিশ্বব্যাপী ১৩০ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রয় করেছে, যা তাদেরকে ইতিহাসের সবচেয়ে ব্যবসায়িক সফল বয় ব্যান্ড এবং বিশ্বের অন্যতম ব্যবসায়িক সফল সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছে। 

ব্যাকস্ট্রিট বয়েজ এবার নতুন কিছু নিয়ে আসার ঘোষণা দিয়েছে ভক্তদেরকে। তবে নতুন গান কিংবা অ্যালবাম নয়, বারবিকিউয়ের রেস্টুরেন্ট খুলছেন তারা।

বারবিকিউয়ের এই রেস্টুরেন্ট এর নামও ঠিক করে ফেলেছে ব্যান্ডটি। রেস্টুরেন্টটির নাম হবে ‘ব্যাকস্ট্রিট বারবিকিউ।’ ইতিমধ্যেই ব্যান্ড মেম্বাররা সব কাগজপত্রের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন।

শনিবার কার্টার টুইটারে লিখেছেন, ‘যখন দুজন ছেলে কেন্টাকির এবং তিনজন ফ্লোরিডার হয়, তখন প্রতিজ্ঞা করে বলা যায় যে আঙুল চেটে খাওয়ার মতো মজার খাবার হবে।’