প্রোফাইল: মৌসুমী হামিদ

প্রোফাইল: মৌসুমী হামিদ

অভিনেত্রী

মৌসুমী হামিদ। ১২ অক্টোবর তার জন্মদিন। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। বাবা গাজী আব্দুল হামিদ এবং মা হচ্ছেন মাহমুদা হামিদ। তবে পৈতৃক নিবাস হচ্ছে সাতক্ষীরা তে। দুই ভাই বোনের মধ্যে তিনি বড়। তার ছোট ভাইয়ের নাম মীম। বর্তমানে বসবাসা করছেন উত্তরায়। তার সবচেয়ে কাছের বন্ধুর নাম বিথী। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংও করে থাকেন। ২০১০ সালে লাক্সতারকা হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। তিন মাধ্যমিক দিয়েছেন পালা গভ: গার্লস স্কুল সাতক্ষীরা এবং উচ্চমাধ্যমিক দিছেন সাতক্ষীরা গার্লস কলেজ থেকে। পরবর্তীতে খুলনা আজম খান কমার্স কলেজ থেকে মেনেজেম্যান্টের উপর গ্রেজুয়েশন করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি নাচ,গান বিভিন্ন হস্তশিল্পেও পারদর্শী। তিনি যে কোন ধরনের চলচ্চিত্র দেখতেই পছন্দ করেন। তার প্রিয় খাবার বিরিয়ানি। তার পছন্দের রং কালো। প্রিয় জায়গা কক্সবাজার। প্রিয় শিক্ষক হলেন স্কুলের লতিফ স্যার। ভবিষ্যতে তিনি একজন ভালো বিজনেস ওমেন হতে চান।। ইচ্ছা ছিলো তিনি ব্যাংকার অথবা ইয়ারহোস্টেজ হতে চেয়েছিলেন।

 

মৌসুমী হামিদ (Mousumi Hamid) মিডিয়ায় আসেন লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা ২০১০ এ রানার্স আপ হওয়ার মাধ্যমে। পরবর্তীতে তিনি অভিনয় এবং মডেলিং এর সাথে জড়িত হন।  খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘বাংলা আমার মাতৃভাষা’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘বিয়োগফল’ নাটকের মাধ্যমে প্রথম ছোটপর্দায় উপস্থিত হন মৌসুমী। অনিমেষ আইচের পরিচালনায় ‘না মানুষ’ চলচ্চিত্রে কাজ করার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। কিন্তু চলচ্চিত্রটির নির্মান কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখনো তার অভিনীত কোন চলচ্চিত্র মুক্তির মুখ দেখতে পারে নি। বাংলাদেশের অধিক উচ্চতা বিশিষ্ট অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদ অন্যতম। মৌসুমী হামিদ পড়াশোনা করেছেন সাতক্ষীরায়। সেখানে স্কুল কলেজ শেষ করার পর খুলনায় আজম খান কমার্স বিশ্ববিদ্যালয় কলেজে ব্যবস্থাপনায় স্নাতক পড়াশোনা করেছেন।